The traditional Kalpa Jahasa Vasa festival of the Buddhist community is held on the Bankkhali River in Ramur, Cox's Bazar. On the occasion of Prabarana Purnima, people from all walks of life participate in this festival.Turned into a meeting of harmony. Everyone hopes that communal darkness will be removed by the light of the lantern in the ship of harmony.
Various animals and structures are made from bamboo, cane, colored paper from different Buddhist temples of Ramu.And Kalpajahaj is floated across Bankkhali river in small boats through Buddhist kirtan.Lakhs of pilgrims participated in this festival on Bankkhali beach.
কক্সবাজারের রামুর বাঁকখালী নদীতে অনুষ্ঠিত হয় বৌদ্ধ সম্প্রদায়ের ঐতিহ্যবাহি কল্প জাহাজ ভাসা উৎসব। প্রবারণা পূর্ণিমা উপলক্ষে এই উৎসবে ঢল নামে সর্বস্তরের মানুষের।পরিণত হয় সম্প্রীতির মিলনমেলায়। সবার আশা, সম্প্রীতির জাহাজে ফানুসের আলোয় দূর হোক সাম্প্রদায়িক অন্ধকার।
রামুর বিভিন্ন বৌদ্ধপল্লি থেকে বাঁশ, বেত, রং কাগজ দিয়ে তৈরি করা হয় বিভিন্ন প্রাণী ও স্থাপনার অবয়ব । আর ছোট নৌকায় তোলে বাঁকখালী নদীকে বৌদ্ধ কীর্তনের মাধ্যমে এপার-ওপারে ভাসানো হয় কল্পজাহাজ। এই উৎসব ঘিরে লক্ষাধিক পুণ্যার্থী অংশ নেন বাঁকখালী তটে।